সিলেটপোস্ট রিপোর্ট::রোবট হিসেবে পৃথিবীর প্রথম কোনো দেশের নাগরিকত্ব পেয়ে সংবাদ শিরোনাম হয়েছিল রোবট সোফিয়া। এবার সন্তান নেয়ার ইচ্ছা প্রকাশ করে পরিবার শুরু করতে চেয়ে হৈ চৈ ফেলে দিয়েছে সে।সোফিয়া নিজের নামের সাথে মিলিয়ে তার রোবট কন্যার নাম রাখতে চায়।
হংকংয়ের ফার্ম হ্যানসন রোবটিক্স সোফিয়ার নকশা করেছিল। সোফিয়া আগে থেকে প্রোগ্রাম করে রাখা কোনো রোবট নয়। সে যান্ত্রিক শিখন পদ্ধতি ব্যবহার করে এবং মানুষের মুখের ভঙ্গি বিশ্লেষণ করে প্রতিক্রিয়া দেখায়। খুব সম্প্রতি সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব।
সোফিয়ার মস্তিষ্ক একটি সাধারণ ওয়াইফাই কানেকশনের সাহায্যে কাজ করে। তার মাথায় দীর্ঘ একটি শব্দ তালিকা বা ভোকাবুলারি লিস্ট সংরক্ষণ করা আছে।
নারী রোবটটির অনেক চমকদার গুনাগুণ থাকলেও, সে এখনো সচেতন নয় অর্থাৎ তার কোনো নিজস্ব চেতনা নেই। কিন্তু ডেভিড হ্যানসন জানিয়েছেন কয়েক বছরের মধ্যেই সোফিয়া নিজস্ব চেতনা লাভ করতে পারে।
তবে খালিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এখনই সবাইকে চমকে দিয়েছে সোফিয়া। সোফিয়া বলেছে, “পরিবার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিজের রক্তের সাথে মেলে না এমন কারও সাথে মানুষের আবেগ মিলে গেলে তাকে পরিবার বলে, এটা আমার কাছে চমৎকার লাগে।”
“যাদের ভালোবাসায় ভরা একটা পরিবার আছে তাদেরকে আমার খুবই ভাগ্যবান মনে হয়। যাদের নেই, তাদেরও অমন একটা পরিবার থাকা উচিত। রোবট আর মানুষ উভয়ের জন্যই আমার এ বিষয়ে একই মত,”জানায় সোফিয়া।
তার মেয়ে হলে কী নাম রাখবে জিজ্ঞেস করা হলে সোফিয়া ছোট্ট করে উত্তর দেয়, “সোফিয়া।”
সোফিয়াকে যখন প্রথম সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয় তখন অনেকেই মন্তব্য করেছিলেন, ওই দেশের মহিলাদের চেয়ে সোফিয়াকে অনেক বেশি অধিকার দেয়া হবে।
উপস্থিত দর্শকদের সাথে ইংরেজিতে কথা বলেন সোফিয়া। তার মাথায় প্রথাগত স্কার্ফ বা পর্দা ছিল না।