সিলেটপোস্ট রিপোর্ট::শাবিতে পরীক্ষা না দিয়ে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে।রোববার দুপুরে শাবির শিক্ষা ভবন ‘ডি’-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ভর্তি কমিটির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ফল দ্রুত সংশোধন করা হবে বলে জানায় ভর্তি কমিটি।
সূত্র জানায়, পরীক্ষা না দিয়েও প্রকাশিত ফলে নাম আসায় এক শিক্ষার্থীর ফল সভায় বাতিল করা হয়। আরেক পরীক্ষার্থী রোল নম্বরে বৃত্ত ভরাট করতে ভুল করে অনুপস্থিত আরেকজনের রোল নম্বর পূরণ করেছিলেন। এ ঘটনায় ওই পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকরা উপস্থিতি সঠিকভাবে যাচাই-বাছাই না করায় এই ভুল ধরা পড়েনি বলে সভায় ব্যাখ্যা দেওয়া হয়। এ ঘটনায় ওই কক্ষের পরিদর্শকদের ভবিষ্যতে এমন অবহেলার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
বিষয়টি নিয়ে ড. আবদুল গণি বলেন, সভায় পরীক্ষা না দিয়েই ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। বৃত্ত ভরাট করতে ভুল করা শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির ফলের ওপর ভিত্তি করে প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফল সংশোধন করা হবে।