সিলেটপোস্ট রিপোর্ট::ঈদকে সামনে রেখে মহিলা ছিনতাইকারীরা ফাদ পেতেছে সিলেটের বিভিন্ন মাকের্ট বিপনিবিতানগুলিতে। আজ মহিলা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮জুন) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে থেকে রেখা বেগম নামে এক মহিলার ১৫ হাজার টাকা ও ব্যানেটি ব্যাগ ছিনতাইর সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক সীমা বেগম (২৭) নগরীর মেন্দিবাগ এলাকার আলা উদ্দিনের কলোনীর বাসিন্দা রুবেল মিয়া স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা আখি বেগম ঈদের কেনাকাটা করতে জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটে আসেন।মার্কেটের প্রবেশদ্বারে তার পার্সব্যাগ থেকে ১৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। তবে টাকা উদ্ধার করা যায়নি।
ভোক্তভোগী আখি বেগম জানান, মার্কেটের ঢুকার সময় বুরকা পরা মহিলা ভীড়ের মধ্যে ব্যাগে হাত ঢুকিয়ে টাকা চুরির চেষ্টা করে নেয়। বুধতে পেরে তিনি আর্তচিৎকার করলে লোকজন তাকে আটক করেন। তবে টাকা ফেরত পাননি। তার ব্যাগে ১৫ হাজার টাকা ছিল বলেন তিনি।
সিলেট কোতয়ালি থানার উপ সহকারি পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সীমা বেগমকে জনতার কবল থেকে উদ্ধার করে নিয়ে যায়।