সিলেটপোস্ট রিপোর্ট::ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বাবা লালুপ্রসাদের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আর এতে ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি দিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে সাংবাদিকদের সামনে মোদির উদ্দেশ্যে এই হুমকি দেন তিনি। খবর: আনন্দবাজার পত্রিকার।
এতদিন লালুপ্রসাদ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তার নিরাপত্তায় বজায় ছিল জাতীয় নিরাপত্তা সংস্থার ব্ল্যাক ক্যাট কমান্ডো।
সম্প্রতি তার নিরাপত্তা কমিয়ে আনা হয়েছে ‘জেড প্লাস’ থেকে ‘জেড’-এ। কার কতটা নিরাপত্তার প্রয়োজন তার উপরে ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে, লালুপ্রসাদের নিরাপত্তা ছাঁটার পেছনে চক্রান্ত দেখছেন তেজপ্রতাপ। লালুর প্রাণ সংশয়ের আশঙ্কাও করছেন তিনি।
তেজপ্রতাপ সাংবাদিকদের বলেন, ‘আমরা ভয় পাচ্ছি। ওরা আমার বাবাকে খুন করতে পারে। ঠিক যেমন গৌরী লঙ্কেশ এবং শাহাবুদ্দিনকে খুন হতে হয়েছিল। ওরা যা খুশি করতে পারে।’
আর যদি তেমন কিছু ঘটে এজন্য নরেন্দ্র মোদি এবং নীতিশ কুমার দায়ী থাকবেন বলেও তিনি জানান। এরপরই প্রধানমন্ত্রীর ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি দেন তেজপ্রতাপ।
প্রধানমন্ত্রী সম্পর্কে তেজপ্রতাপের এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। তেজপ্রতাপের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায় এফআইআর করেন পশ্চিম দিল্লির বিজেপির সংসদ সদস্য পরবেশ বর্মা।
বিহারের বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী সুরেশ শর্মা তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেও কটাক্ষ করেন।
তবে, তেজপ্রতাপ আবেগাপ্লুত হয়েই এমন মন্তব্য করে ফেলেছেন বলে মন্তব্য করলেন বাবা লালুপ্রসাদ।