সিলেটপোস্ট রিপোর্ট::ছাতক সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল ও অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া সুলতানা। এসময় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ট্যাগ কর্মকর্তা মাসুদুর রহমান, ইউপি সচিব পিংকু দাস, সদস্য ময়না মিয়া, আব্দুস সালাম, সুলতান মিয়া, ইব্রাহিম আলী, মখসুদুল হাসান আতর, আতাউর রহমান, কাজী নজরুল ইসলাম মারুফ, সদস্যা তাহমিনা আক্তার, আফিয়া বেগম, রওশন আরা বেগম, আ’লীগ নেতা এমএ কাদির, সাবেক মেম্বার নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৬৩৫জন কৃষক ও ৩০জন মৎস্যজীবীদের মাঝে ৩০কেজি চাল ও নগদ ৫’শ টাকা করে বিতরণ করা হয়। এদিকে দোলারবাজার ইউনিয়নে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া। এসময় ট্যাগ কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউপি সচিব অতি রঞ্জন দাস, সদস্য গিয়াস উদ্দিন কুতুব, আবুল খয়ের, তাজুদ মিয়া, ফয়জুর রহমান, ছালিক মিয়া চৌধুরী, আরিফ আহমদ জমির, আব্দুল জলিল, সদস্যা ছায়ারুন নেছা, বিপাশা আক্তার, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন মিয়া, নিজাম উদ্দিন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন। ইউনিয়নের তালিকাভুক্ত ৭৫৫জন কৃষক ও মৎস্যজীবীদের মাঝে ৩০কেজি চাল ও নগদ ৫’শ টাকা করে বিতরণ করা হয়। ২’শ ৫০পরিবারের মধ্যে ভিজিডি’র ৩০কেজি করে চালও বিতরণ করা হয়েছে।
ছাতক সদর ও দোলারবাজার ইউনিয়নে সরকারী চাল বিতরণ
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন