সিলেটপোস্ট রিপোর্ট::তার বোল্ড ফটোশুট আগেও দেখেছে ইন্ডাস্ট্রি। তা ফিল্মি কারণে। কিন্তু এবার একেবারে অন্য কারণে ক্যামেরার সামনে নগ্ন হলেন তিনি। তিনি অর্থাৎ সানি লিওন। সঙ্গে ছিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও।
সম্প্রতি ‘পেটা’র হয়ে নগ্ন ফটোশুট করেছেন সানি। উদ্দেশ্য, অ্যানিম্যাল ফ্রি ফ্যাশন। সংবাদ মাধ্যমকে সানি বলেন, ‘পশু-পাখির চামড়া দিয়ে তৈরি কোনও জিনিস আমাদের ব্যবহার করা উচিত নয়।’ ড্যানিয়েলের কথায়, ‘আমাদের বোঝা উচিত পশু-পাখিরা না থাকলে এ পৃথিবীতে আমাদের কোনও অস্তিত্ব থাকবে না।’
‘পেটা’র সঙ্গে গত দু’বছর ধরে যুক্ত রয়েছেন সানি। পশু-পাখিদের প্রতি ভালবাসাই তার এই উদ্যোগের কারণ। এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন শহিদ কাপুর, আলিয়া ভাটের মতো বলিউড তারকারাও।
২০১৬-এ প্রথম ‘পার্সন অফ দ্য ইয়ার’ হিসেবে সানির নাম তুলে ধরে ‘পেটা’। তারপর থেকেই এই সংস্থার বিভিন্ন ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত থাকেন অভিনেত্রী। এর আগে নিরামিষ খাবারের সপক্ষেও কথা বলেছেন তিনি। এবার যুক্ত হলেন ‘ইঙ্ক নট মিঙ্ক’ ক্যাম্পেইনে।
সানি প্রথম নন। এর আগে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বিশ্বের বড় বড় তারকারা। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দেব নাভারোর, চেস্টার বেনিংগটনের মতো মার্কিন গায়ক, সস্ত্রীক মার্কিন ফুটবলার মার্কিন গনজালেজ, অ্যামি জেমসের মতো টিভি তারকাসহ অনেকেই যোগ দিয়েছেন এই ক্যাম্পেইনে। এবার সেই তালিকায় যুক্ত হল সানির নাম।