সিলেটপোস্ট রিপোর্ট::পশ্চিমে ডিসেম্বর মাস মানেই ছুটির আমেজ আর আনন্দ! বছরের শেষ মাসটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসবটি হয়ে থাকে। এর রেশ কাটতে না কাটতেই চলে আসে নতুন বছর বরণের সময়। আসন্ন বড় দিনের উৎসব উৎযাপনের জন্য মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন সাজছে নানা সাজে।
পুরো ভবনকে ক্রিসমাসের আবহে সাজিয়ে তুলতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজে দায়িত্ব নিয়েছেন। হোয়াইট হাউজের সাজসজ্জার পাশাপাশি উৎসবের আয়োজন ও খাদ্য পরিবেশনের বিষয়টিও ট্রাম্প পত্নী নিজে তদারকি করছেন।
মেলানিয়া ট্রাম্পের হাত ধরে হোয়াইট হাউজ কিভাবে উৎসবের সাজে সেজে উঠছে তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কয়েক মিনিটের ভিডিও’র মাধ্যমে আপনিও ঘুরে আসতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্দরমহল থেকে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।