সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের দক্ষিণ সুরমায় দরিয়ার শাহর মাজার মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তের মাটির নিচ থেকে ৫টি পরিত্যাক্ত গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি এলএমজির ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলের দিকে শ্রমিকরা এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দক্ষিণ সুরমা থানা পুুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড-গুলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ‘দরিয়া শাহ মাজারের মসজিদ নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তে শ্রমিকরা গ্রেনেড ও গুলিভর্তি ম্যাগজিনের সন্ধান পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। যে স্থানে এগুলো পাওয়া গেছে, সেখানে বাংকার ছিল-এমনটি ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।’