সিলেটপোস্ট রিপোর্ট::ফেনী রেড ক্রিসেন্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকালে শহরের রাজাঝি’র দিঘীর দক্ষিণ পূর্বকোণে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু জানান, মসজিদ সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এর কিছুক্ষণ পরে পুনরায় আগুন জ্বলতে থাকে। এতে রেড ক্রিসেন্ট সোসাইটির অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আগুনে ফেনী রেড ক্রিসেন্ট, জেলা রোভার স্কাউট কার্যালয়সহ বেশ কয়েকটি ক্ষুদ্র ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ মালামাল ও কাগজপত্র পুড়ে যায়।