সিলেটপোস্ট রিপোর্ট::পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের হামলায় চার সাংবাদিক আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক প্রকল্পের সাইট অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী রবিউল ইসলাম দুদুর গাড়ি ভাঙচুর করছিলেন ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফের নেতৃত্বে ৪০/৫০ জন নেতাকর্মী।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনার ছবি তুলতে গেলে তাদের ওপর চড়াও হয় হামলাকারীরা। তাদের হামলায় এটিএন নিউজ, ডিবিসি নিউজ ও সময় টিভির রিপোর্টার আহত হন। একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসনও আহত হয়েছেন।
আহত সাংবাদিকরা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে তাদের বাধা দেয়া হয়। পরে তারা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি জন্য রওনা দেন।
এর আগেও সন্ত্রাসী হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে তমালকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর মামলায় ১৯ মে তাকে আটক করে যৌথবাহিনী।