সিলেটপোস্ট রিপোর্ট::পরিবারের চার সদস্যের হাতে ধর্ষিত হতে হল এক যুবতীকে। যার মধ্যে রয়েছে তাঁর বাবা ও ভাই।যুবতীর অপরাধ, তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। সেজন্যই ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরের ধানেদা গ্রামের বাসিন্দা ওই নারীকে সম্মান খোয়াতে হল পরিবারের হাতেই।
ঘটনার খবর পুলিশের কাছে আসার সঙ্গে সঙ্গেই চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। বাবা ও ভাই ছাড়া দুই কাকাও ধর্ষণে অভিযুক্ত বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিগৃহীতার বক্তব্য, ধর্ষণের পরে তাঁকে হুমকিও দেওয়া হয়। এছাড়া বাড়িতেও আটকে রাখা হয়।
কয়েকমাস আগেই ওই যুবতী প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন। তারপরে তাঁকে ধরে এনে বাড়িতেই ধর্ষণ করে আটকে রাখা হয়েছিল।
অবশেষে মামলা দায়ের হওয়ার পরে নিগৃহীতা যুবতী ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তার বক্তব্য দিয়ে আসেন। পুলিশকে যা অভিযোগ করেছেন, সেই একই কথা তিনি ম্যাজিস্ট্রেটকেও বলেছেন বলে জানা গিয়েছে।