সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটপোস্টের ষ্টাফ রিপোর্টার ও ষ্টাফ ফটো সাংবাদিক বর্তমান যারা কর্মরত রয়েছেন তাদেরকে সিলেটপোস্টের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরুদ করা হলো।সম্পাদক দিপু সিদ্দীকি ও নির্বাহী সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমান সহ কর্তৃপক্ষ মিলে এ সিদ্ধাত নেওয়া হয়,সিলেটপোস্টের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য।এবং সিলেটপোস্টের নাম ধরে আর কোনু জায়গায় পরিচয় না দেওয়ার জন্য অনুরুদ করেন কর্তৃপক্ষ।এবং সিলেটপোস্টের কার্যক্রম ও গতিশীল আরো এগিয়ে যাওয়ার জন্য নতুন ভাবে নিয়োগ দেওয়া হবে বলে জানান সিলেটপোস্টের সম্পাদক দিপু সিদ্দীকি।তিনি আরো বলেন এই বিজ্ঞপ্তি দেওয়া পরে যদি কেউ সিলেটপোস্টের নাম ব্যাবহার করে যদি কাউকে কোনু ধরনের হয়রানী করে বা বিপদে পরে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।