সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট জেলা স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে আয়োজিত বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববদ্যালয়ের অংশ গ্রহণে জমে উঠা এই টুর্নামেন্টে এমসি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট মদনমোহন কলেজ।
কলেজ প্রশাসনের কোন সহায়তা ছাড়া শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় টুর্নামেন্টে অংশগ্রহণ করে শিরোপা নিয়েই ফিরল মদনমোহন কলেজ দল।
এ ব্যপারে কলেজের প্রাক্তন ছাত্র ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমেদ বলেন- সম্পুর্ন নিজেদের প্রচেষ্টায় এই টুর্নামেন্টে অংশ নেয় মদনমোহন কলেজ দল। কলেজ কতৃপক্ষের সহায়তা ছাড়াই অংশ নিয়ে চ্যাম্পিয়ান হয়ে কলেজের অতীত ঐতিহ্য রক্ষা করেছে তারা।
বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের সমন্বয়ক লায়ন মেহেদী কাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক ইলিয়াছী দিনার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মো. আবুল হাসনাত বুলবুল।