সিলেটপোস্ট রিপোর্ট::মানুসীর সাফল্যে গর্ব বোধ করছেন বলিউড সুন্দরী উর্বশী রাউতেলা। তবে এই গর্বের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রইল ঠান্ডা লড়াইয়ের সুর। তিনি নিজেও ফ্যাশন জগতের বহু পুরষ্কার জিতে নিয়েছেন। কিন্তু বিশ্ব সুন্দরী হয়ে ওঠা হয়নি। কাজেই নতুনের সঙ্গে ‘যুদ্ধ’ যে হবে সেটা পরিষ্কার।
১৭ বছর পর মানুসী চিল্লারের হাত ধরে দেশে ফেরে মিস ওয়ার্ল্ডের শিরোপা। ২০০০ সালে শেষবার বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছিল ভারত। সেই খেতাব এসেছিল প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরে। এশিয়ার মধ্যে ভারতের মাথায় প্রথম এই মুকুট উঠেছিল ১৯৬৬ সালে। সেরাদের তালিকায় নিজের নাম লিখিয়েছিলেন চিকিৎসাবিজ্ঞানের ছাত্রী রিতা ফারিয়া। ঘটনাচক্রে তার ঠিক অর্ধশতাব্দী পর সেই একই খেতাব জয় করেন চিকিৎসাবিজ্ঞানের আরেক ছাত্রী মানুসী। তাকে নিয়েই গর্ব প্রকাশ করলেন উর্বশী রাউতেলা।
প্রায় দুই দশক পর দেশে এই খেতাব ফিরিয়েছেন মানুসী। সেটাই সুন্দরী উর্বশীকে আরও বেশী গর্ব বোধ করিয়েছে। পাশাপাশি চলে এসেছে বলিউডি যুদ্ধ। বর্ষবরণের রাতের পার্টির জন্য একটি সংস্থা শহরে তারাকাদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। সেই অনুষ্ঠানের ঘোষণার উদ্দেশ্যেই কলকাতায় এসেছিলেন উর্বশী। সেখানেই সদ্য বিশ্ব সুন্দরীর খেতাব জয়ী সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন।
উর্বশী বলেন, ‘আমিও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। চীনে ১২০টি দেশের সুন্দরীদের মধ্যে জিতেছিলাম ‘মিস ট্যুরিজম’ পুরষ্কার। জিতেছি মিস ডিভার পুরস্কারও। ওই খেতাব জিতেই আমি মিস ইউনিভার্সের মঞ্চে গিয়েছিলাম। তাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং সেখান থেকে দেশকে সেরার সম্মানটা এনে দেওয়া দারুন গর্বের। সেটা আমি বুঝি।’ এই কারনেই মানুসীর জন্য গর্ববোধ করছেন উর্বশী। তবে নিজের খেতাব জয়ের কথা মনে করিয়ে তিনি ঠাণ্ডা লড়াইয়ের বার্তা দিলেন।
মানুসী যেকোনও মুহূর্তে টক্কর দিতেই পারেন উর্বশীকে। কারণ ন্যাশানাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয় শিক্ষা নিয়েছেন তিনি। রাজা, রাধা এবং কৌশল্যা রেড্ডির কাছে বিখ্যাত দক্ষিণী কুচিপুড়ি নাচ শিখেছেন তিনি। অর্থাৎ নাচে-অভিনয়ে তিনি পারদর্শী। সেখানে উর্বশী বলিউডে এখনও পা জমাতে পারেননি। আর তারইমাঝে এবার হাজির চিল্লার। পুরনো রেকর্ড বলছে বেশিরভাগ সুন্দরীই একটা বলিউড বিরতি পেয়েই যান। সেখানে ন্যশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী টেক্কা দিতেই পারেন সুন্দরীকে। কিন্তু মানুসীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে মানতে নারাজ উর্বশী।
ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ‘ভারতে যত এমন খেতাব জয়ীরা আসবে ততই ভালো।’ বুঝিয়ে দিতে চেয়েছেন বলিউড ক্যারিয়ার এখনও না জমলেও নতুনকে দেখে ভয় পাচ্ছেন না তিনি। উল্টো ছুঁড়ে দিচ্ছেন খোলা মাঠে ঠাণ্ডা লড়াইয়ের ইঙ্গিত। যেখানে সবাইকে স্বাগত জানিয়েছেন তিনি।
উর্বশীর শেষ ছবি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, মুক্তির আগেই ফাঁস হয়ে গিয়েছিল সমগ্র ছবিটিই। যার ফলে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। ছবিও দাঁড়াতে পারেনি। সেখান থেকে ২০১৮-এ মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘হেট স্টোরি- ৪’। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। আপাতত সেখানেই পাখির চোখ রাউতেলার।
ভিডিও…