সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট নগরীর লামাবাজার সরষপুরস্থ বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা ক্লাবে ভাঙচুরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিকনায়ক জেনারেল এম এ জি ওসমানী ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মাটিতে ফেলে দেয়।
এদিকে, বুধবার রাতে ক্লাব থেকে গ্রেফতার ২৩ জন আজ জামিনে বেরিয়ে এসেছেন। জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।
প্রাক্তন সৈনিক ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলী বলেন, ‘বুধবার রাতে কার্ড খেলা অবস্থায় ক্লাব থেকে আমাদের ২৩ জনকে ধরে নিয়ে যায় পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আমরা জামিনে বেরিয়ে আসি। বিকাল ৫টার দিকে ক্লাবে এসে পুরো ক্লাব লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে বিষয়টি অবগত করি আমরা।’
প্রাক্তন সৈনিক ক্লাবের কার্যালয় যে বাসায় রয়েছে, সে বাসার মালিকের ভাই সায়েস্তা হোসেন কোরেশী ও কেয়ারটেশার শফিক মিয়া জানান, গত রাতে পুলিশ ক্লাব দেখাশোনা করতে তাদেরকে বলে যায়। পরে হঠাৎ করে কতিপয় ব্যক্তি এসে ক্লাবে ভাঙচুর চালায়।