সিলেটপোস্ট রিপোর্ট::বৃহস্পতিবার পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এক ইসরাইলি সেটেলার। ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে কুসরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিলিস্তিনি ৪৭ বছর বয়সী মাহমুদ যাল ওদেহ একজন কৃষক। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় ওদেহ তার জমিতে কাজ করছিলেন। এ সময় তাকে ২০ জন ইসরাইলি সেটেলার ঘিরে ফেলে।
ফিলিস্তিনি কর্মকর্তা ঘাসান দাঘলাস জানান, সেটেলাররা তাকে জমি ত্যাগ করার নির্দেশ দেয়। তিনি তা প্রত্যাখ্যান করলে এক সেটেলার তার বুকে গুলি চালায়।
কিন্তু ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, ওদেহকে গুলি করার আগে তিনি আগে পাথর ছুঁড়েছিলেন, এতে দুইজন সেটেলার সামান্য আহতও হন। ওদেহের খুনীকে শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে বলে তারা জানায়।
প্রায়শ ফিলিস্তিনি কৃষকরা ইসরাইলি সেটেলারদের হামলার শিকার হন। জমিতে চাষ করার সময় ফিলিস্তিনিদের বাঁধা দেয় ইসরাইলিরা। বিশেষ করে শরতকালীন মৌসুমে জলপাই চাষের সময় এ সবচেয়ে বেশি হামলার শিকার হন ফিলিস্তিনিরা।
গত মাসের শেষের দিকে পশ্চিম তীরে ক্বালকিলিয়া গ্রামে ফিলিস্তিনিদের জলপাই চাষের জমিতে ইসরাইলিরা বিষ ঢেলে দেয় এবং জলপাই চুরি করে নিয়ে যায়।
দখল কৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৬ লাখেরও বেশি ইসরাইলি ইহুদি জোরপূর্বকভাবে সেখানে বসবাস করছে। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বাঁধা সৃষ্টি করতেই ইসরাইলি কর্তৃপক্ষের মদদে এসব ইহুদি জনগণ সেখানে বাসস্থান স্থাপন করে নিয়েছে। সূত্র: বিবিসি, দ্য নিউ আরব।