সিলেটপোস্ট রিপোর্ট::পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কমরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন রাজ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলম দুলাল, দপ্তর সম্পাদক সায়ফুল আলম রুহেল, আজহার উদ্দিন জাহাঙ্গীর, মহানগর শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলার শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
আরো উপস্থিত ছিলেন- এ আর সেলিম, জসিম চৌধুরী, আব্দুস ছোবহান, সালাই উদ্দিন বক্স সালাই, জুবের খাঁন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জুনেদ আহমদ চৌধুরী, মেহেদী কাবুল, শেখ মো. আজাদ, জাবেদ সিরাজ, মুফতি আব্দুল কাবির, মানিক মিয়া প্রমুখ।