সিলেটপোস্ট রিপোর্ট::সিলেটের বিয়ানীবাজারে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে।ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এ্যাওয়ার্ডে ভূষিত ও দ্বিতীয় মেয়াদে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট এবং ই-৯’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের কারণে আমি আজকের এই অবস্থানে এসেছি। আমি আপনাদের সন্তান। আপনারা সহযোগীতা না করলে আজকের অবস্থানে আসতে পারতাম না। আর তাই আমার যা অর্জন, তার সবকিছুর ভাগিদার আপনারা। আমি আমার সব অর্জন আপনাদের উৎসর্গ করলাম।’
বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, শিক্ষাবিদ আলী আহমদ ও বিরাজ কান্তি দেব, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তারা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী এম এ কাদির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ ও ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা।
বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর হাফিজ এমাদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ আরো বলেন, ‘বিয়ানীবাজারের রাস্তা সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। কাজের মান যেন বজায় থাকে এবং সঠিকভাবে কাজ সম্পন্ন হয় সেদিকে সবাই দৃষ্টি রাখবেন। কোনভাবে নিম্নমানের কাজ হলে জড়িতরা পার পাবেন না।’
শিক্ষামন্ত্রী লিটু ও আনোয়ার হত্যাকারিদের উদ্দেশ্যে বলেন, এরা আমাদের সন্তান ছিল। যারাই তাদের হত্যা করেছে, তারা দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে না, তাদের সর্বোচ্চ শাস্তি হবে।’
নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।