সিলেটপোস্ট রিপোর্ট::নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিওকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে হাজির করে এই ব্রিফিং করা হয়।
এসময় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় শ্যামলী কাউন্টারের ভেতর থেকে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ফাদার ওয়ালটার উইলিয়াম রোজারিওকে উদ্ধার করেন। পরে তাকে পুলিশ হেড কোয়ার্টারে প্রেরণ করা হয়। শুক্রবার বিকেলে পুলিশের একটি টিম হেড কোয়ার্টারে গিয়ে শনিবার বিকেলে তাকে নাটোরে নিয়ে আসে।
‘নাটোরে আনার পর জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় এটা কোনো অপহরণের ঘটনা ছিল না।তিনি স্বেচ্ছায় সিলেটে গিয়েছিলেন’- জানান পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের জন্য কিছু কাজ শেষে ওয়ালটার উইলিয়াম রোজারিও জোনাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।