সিলেটপোস্ট রিপোর্ট::নাটক ও চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় অনেক দিন বিজ্ঞাপন থেকে দূরে ছিলেন অনিমেষ আইচ ও আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তারা ফিরেছেন বিজ্ঞাপনে। এরমধ্যে শেষও করেছেন শুটিং। এসিআই ওয়াটার পাম্পের একটি বিজ্ঞাপনে দেখা মিলবে তাদের।
বিজ্ঞাপনে ফেরা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘প্রায় চার বছর পর আবার আমি বিজ্ঞাপনের কাজ করলাম। শেষ কাজ করেছি ফারুকী ভাইয়ের পরিচালনায় রবি ফোনের বিজ্ঞাপন। এরপর নাটক এবং সিনেমার কাজে এত সিরিয়াস হয়েছি, বিজ্ঞাপনের দিকে তাকানো হয়নি। তবে আবারও শুরু করলাম। ভালোই লাগছে। যতদূর জানি, অনিমেষও চলচ্চিত্রের কারণেই বিজ্ঞাপন থেকে দূরে ছিলেন।’
ভাবনা জানান, ওয়াটার পাম্পের পর ৮ ডিসেম্বর অংশ নিচ্ছেন আরেকটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এবারের পণ্য হুয়াওয়ে মুঠোফোন।এটি নির্মাণ করবেন মাকসুদ হোসাইন।
অনিমেষ আইচ বিজ্ঞাপন নির্মাণে ফিরেছেন প্রায় ছয় বছর পর। তিনি বলেন, ২০১১ সালের দিকে আমার প্রথম সিনেমা ‘না-মানুষ’ এর কাজ শুরুর পর আর কোনো বিজ্ঞাপন করিনি।