
বিশেষজ্ঞমহল মনে করেন যে, প্রচলিত নিয়মটি খুবই অন্যায্য এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের একটা পরিবারের সদস্যদের একজন থেকে আরেকজনকে একদমই আলাদা করে দেয়। বলে রাখা ভাল যে, রিফিউজি এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানের ৩৮- ১সি নিয়মটির মধ্যে ছিলনা।
উল্লেখ্য, ৩৮- ১সি রুলটি হল যে একজন বিদেশী নাগরিক কানাডাতে অযোগ্য বলে বিবেচিত হবেন যদি তাকে কানাডার হেলথ এবং সোশ্যাল সার্ভিসের ওপর অতিরিক্ত ডিমান্ড অথবা বোঝা বলে মনে করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন