সিলেটপোস্ট রিপোর্ট::জেলার শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাধানগরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. রুবেল মিয়া (২২), আমির হোসেন (২৬), নাদিম আহমদ (৫০), সোহেল আহমদ (১৮)। আহত অন্য দুজনের নাম জানা যায়নি। গুরুতর অবস্থায় নাদিম আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাধানগর এলাকার বাসিন্দা হাবিব হোসেন ও নুর ইসলামের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। নুর ইসলামের পক্ষে বিরোধ নিষ্পত্তি করার জন্য আব্দুল মতিন মধ্যস্থতা করায় তার পরিবারের সদস্যদের উপর হাবিব হোসেন হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন।
শ্রীমঙ্গল থানার ওসি নজরুল ইসলাম জানান,জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ থানায় মামলার প্রস্তুস্তি নিচ্ছে।