সিলেটপোস্ট রিপোর্ট::হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন অাহত হয়েছেন। অাহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর অাধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় এল অার সরকারি মাঠে এমপি অ্যাডভোকেট অাব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় যাত্রাপাশার রোজেস ইলেভেন ও শেখের মহল্লার অালোর দিশারী ক্লাব। এ খেলায় যাত্রাপাশার রোজের ইলেভেন জয়ী হলে তাদের সমর্থকেরা অাতশবাজি করে। অাতশবাজিকালে একটি অাতশবাজি জাতুকর্ণপাড়ার যুবকদের গায়ে লাগে। এ নিয়ে দু’পক্ষের মাঝে হাতাহাতি হয়। পরে ক্ষিপ্ত হয়ে জাতুকর্ণ পাড়া ও যাত্রাপাশা গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ জন অাহত হন।বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, বিকালে ফুটবল খেলাকে কেন্দ করে গ্যানিংগঞ্জ বাজারে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অাহত ৩০
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন