সিলেটপোস্ট রিপোর্ট::সিলেট নগরীর ঘাসিটুলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম খোকন আহমদ (৩০)। সে ঘাসিটুলা এলাকার বাসা নং-২৯, বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ (সোমবার) সকাল ১১টার দিকে খোকনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আঁচার বিক্রি করা একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে যায়। পাশে থাকা একটি বিদ্যুতের খুটিতে ছিটকে পড়ে খোকন মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় প্রায় সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সিলেট এসবি তদন্ত কর্মকর্তা এএসআই মুহিবুর রহমান গণমাধ্যম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।