সিলেটপোস্ট রিপোর্ট::নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা এবং মিষ্টি বিতরন করেছে দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যা ৬ ঘটিকা সময় দিরাই উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে আনন্দ মিছিল দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয় । এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক উজ্জল মিয়া, সহ সভাপতি লিটন আহমদ চৌধুরী, দিরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মান্না তালুকদার লিমন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুনামগজ্ঞ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আতাউর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য অসিম তালুকদার। কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমদ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব রায়, ছাত্রলীগ নেতা মেহেদী, অভিরায়, কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মান্না তালুকদার লিমন, শাওন মিয়া, প্লাবন দাস, কয়েছ মিয়া, সজিব মিয়া, সিয়াম প্রমুখ।