সিলেটপোস্ট রিপোর্ট::মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র উপস্থিতিতে সুনামগঞ্জে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মতবিনিময় সভায় ব্যানারে নাম লেখা ও নাম না লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে এ ঘটনা ঘটে।
মতবিনিময় সভার ব্যানারে অতিথিদের সঙ্গে সুনামগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব শাহ আলম সেরুল-এর নাম মতবিনিময় সভা পরিচালনা করবেন বলে উল্লেখ করা হয়। এতে বাধ সাধেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হোসেন। তিনি আরেকটি ব্যানারে মতবিনিময় সভায় সাঁটানোর চেষ্টা করলে প্রতিমন্ত্রী উপস্থিতিতে কথা-কাটাকাটি ও মৃদু হট্টগোল শুরু হয়। এ সময় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সভায় কোনো ব্যানার সাঁটানো ছাড়াই সভা চলবে বলে সভা শুরু করার নির্দেশ দেন। জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইসলাম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ হোসেন বাবুর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা ফনী ভূষণ মালো, নূরে আলম সিদ্দিক, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব শাহ আলম সেরুল, মৎস্যজীবী লীগের নেতা গোল আহমদ, রুহুল আমিন, জহুর মিয়া, হেলাল আহমদ, আলাউর রহমান, আনোয়ার হোসনে, রইছ উদ্দিনসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বিদেশে মাছ রপ্তানি করে বাংলাদেশের অনেকের ভাগ্যের পরিবর্তন করেছেন, কোটিপতিও হয়েছেন। কিন্তু প্রকৃত মৎস্যজীবীদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পোড়ন ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গত ৯ বছরে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে দাড় করিয়েছেন।