সিলেটপোস্ট রিপোর্ট::দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীকে আহত করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে বরইকান্দি ইউনিয়নের জৈনপুর পশ্চিমপাড়ার ফখরুল ইসলামের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় অবস্থা বেগতিক দেখে মামলার তদন্তকারী সিআইডি অফিসার মুহিবুর রহমান খান মামলাটি তদন্ত শেষ না করেই চলে আসেন।
আহত ব্যবসায়ী দক্ষিণ সুরমা থানার জৈনপুর পশ্চিমপাড়ার মৃত হাজী মো: ইসমাইল আলীর পুত্র জয়নুল ইসলামকে (৫৫) সিলেট ওসমানী হাসপাতালের ৪ তলার ৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার এএসআই আব্দুল জলিল জানান, উক্ত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং রক্তাক্ত অবস্থায় আহত জয়নুলকে চিকিতসা দেয়ার জন্য পরামর্শ দেই। ঘটনাস্থল এখন শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চেয়ে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে মামলার তদন্তকারী সিলেট জোনের সিআইডি অফিসার মুহিবুর রহমান খানের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।