সিলেটপোস্ট রিপোর্ট::সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সৌদিতে ‘৫শ কোটি টাকা পাচারের’ অভিযোগের বিষয়ে দেশের গণমাধ্যম খবর না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা জানে কীভাবে খবর বন্ধ করতে হয়। এখানে অনেক সম্পাদক আবার মালিক আছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারাও হয়তো ভাগ পেয়েছেন, আপনাদের মুখেও হয়তো রসগোল্পা পড়েছে।
বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রতিবেশী দুই দেশের সাবেক তিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সৌদিতে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে- একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও হেড অব নিউজ মনজুরুল আহসান বুলবুলের এমন এক প্রশ্নের জবাবে প্রধামন্ত্রী এ কথা বলেন।
এ সময় ক্ষোভপ্রকাশ করে প্রধানমন্ত্রী আরও বলেন, কই আপনারা তো সেই সংবাদ দিলেন না। মাত্র দুটি টিভি ও দুটি পত্রিকায় খবর এসেছে। অথচ আমরাই বেশির ভাগ পত্রিকার অনুমোদন দিয়েছি। আমাদের দেয়া ২৩ টিভি চ্যানেল সম্প্রচারে আছে।
শেখ হাসিনা বলেন, সরকারের বিরুদ্ধে তো আপনারা কিছু পাইলেই ছাপেন। সরকারের বিরুদ্ধে খবর না ছাপলে আপনাদের পত্রিকা নাকি ভালো চলে না। আপনারা শুধু পত্রিকার ব্যবসাটা দেখছেন। দেশের কথা ভাবেন না।