সিলেটপোস্ট রিপোর্ট::অভিনেতা ও প্রযোজক অ্যালেন পাওয়েল প্রিয়াঙ্কা সম্পর্কে একটা গোপন তথ্য ফাঁস করে টুইটার তোলপাড় করে ফেলেছেন।
পাওয়েল তার টুইটার একাউন্টে প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে ভক্তদের সতর্ক করে দেন, তারা যেন প্রিয় নায়িকাকে মেইল না পাঠায়। কারণ, প্রিয়াঙ্কা সম্ভবত কখনোই তার মেইল চেক করেন না।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে সাফল্যের মুখ দেখেছেন। সেখানে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। ‘কোয়ান্টিকো’ সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে পাওয়েলও অভিনয় করছেন।
পাওয়েলের পোস্ট করা ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তার ফোনের স্ক্রিন তাক করে আছেন। প্রিয়াঙ্কার ফোনের মেইল অ্যাপ-এর নিচে আড়াই লাখ আনরিড বা না পড়া মেইল জমে রয়েছে দেখা যাচ্ছে।
এই ছবি দেখে প্রিয়াঙ্কার ভক্তদের প্রতিক্রিয়াও অসাধারণ। তারা তাদের নিজেদের ফোনে কত হাজার আনরিড মেইল জমে রয়েছে, তা টুইট করা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই টুইটারের নতুন ট্রেন্ড হয়ে যায় এটি।
প্রিয়াঙ্কাও সাধারণ মানুষের মত মেইল চেক না করে ফেলে রাখেন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আবার অনেকেই তার ব্যক্তিগত বিষয়ে অযথা নাক গলানোর সমালোচনাও করছেন।
তবে একটা জিনিস নিশ্চিত, ভক্তদের মেইল না পড়লেও তাদের সঙ্গে ঠিকই যোগাযোগ বজায় রাখেন প্রিয়াঙ্কা। সামাজিক মাধ্যমে তার নিয়মিত উপস্থিতি তাই প্রমাণ করে।