সিলেটপোস্ট রিপোর্ট::এলিমিনেটর রাউন্ডের ম্যাচে খুলনা টাইটান্সকে প্রায় উড়িয়েই দিয়েছে রংপুর রাইডার্স। আর এর সবই সম্ভব হয়েছে ক্রিস গেইলের একক নৈপুণ্যে। তার টর্নেডো ইনিংসেই পুরে ছারখার খুলনা। সিঙ্গেল নিয়ে রান করেছেন ১৮টি। আর ১৪ ছক্কা মেরে নিয়েছেন ৮৪ রান। যেন ছক্কা মারাই ছিল সহজতর কাজ। তবে গেইল এই ছক্কা হাঁকানো তার মুডের উপর নির্ভর করে বলেই জানালেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ইনিংসের ৮৬ শতাংশ রান বাউন্ডারি থেকে। ১২৬ রানের ইনিংসে ১০৮ রান করেছেন সীমানার বাইরে বল পাঠিয়ে। স্ট্রাইক রেট ২৪৭-এরও বেশি। এমন ইনিংসের পর সবার কৌতূহল, সিঙ্গেলের চেয়ে কি ছক্কা মারাটাই সহজ গেইলের জন্য। প্রশ্ন রাখা হয় অধিনায়ক মাশরাফিকে। আর হাসতে হাসতেই অধিনায়ক উত্তর দেন, ‘এটা নির্ভর করে ওর (গেইল) মুডের উপর।’
গেইলের বিধ্বংসী ইনিংসে শুধু খুলনা নয়, অনেক প্রতিপক্ষই উড়ে গেছে। বাংলাদেশের মাটিতে বিপিএলেই তো সেঞ্চুরি চারটি। তবে সেঞ্চুরি হাঁকান কি শুন্য রানেই আউট হন সব সময় স্বাভাবিক শান্ত থাকতেই পছন্দ করেন গেইল। এমনটাই বললেন মাশরাফি, ‘আমি যতটুকু দেখেছি ওকে, ও রিল্যাক্সড থাকতে পচ্ছন্দ করে। ও সব সময় ওর রুমে ঘুমাতে পছন্দ করে। এটাই হয়তো ওকে মাঠে এসে রিল্যাক্সড থাকার সুবিধা দেয়।’
গেইলের সঙ্গে মাশরাফি এবারই প্রথম খেলছেন না, এর আগে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরে থাকতেও তাকে দেখেছেন। দেখেছেন আইপিএলেও। সে অভিজ্ঞতা থেকেই মাশরাফি জানালেন, ‘আমি ওকে শেষ ৮/১০ ম্যাচ ধরে দেখছি, আগেও এক সাথে খেলেছি আমরা। ওকে কখনো মেন্টালিটি পরিবর্তন বা যেদিন রান করেনি সেদিন তাড়াহুড়া করতে দেখিনি। ও সব সময় শান্ত থাকে, আস্তে আস্তে তৈরি হয়ে মাঠে নামে। সব সময় এমনই থাকে।’