সিলেটপোস্ট রিপোর্ট::ফেঞ্চুগঞ্জ বাজারে আবারও দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা প্রায় অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
জানা যায়, শুক্রবার (০৮ডিসেম্বর) গভীর রাতে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের ছালিক ভেরাইটিজ স্টোরের টিনের চাল খোলে দোকানে ঢুকে চুরি করে নিয়ে যায়।
দোকান মালিক ছালিক মিয়া জানান, শুক্রবার রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। আজ (শনিবার) সকালে তার ছোট ভাই আব্দুল মালিক দোকান খোলে দোকানের টিনের চাল খোলা ও মালামাল গায়েব দেখে বাড়িতে খবর দেন।
তিনি আরো জানান, চোরেরা দোকানে ক্যাশে রাখা নগদ ১৫/২০ হাজার টাকা, গ্রামীণফোনের বায়োমেট্রিক ট্যাব, গ্রামীণফোনের মিনিট কার্ড, এক কার্টুন গুড়া দুধ, বিভিন্ন ব্রান্ডের সিগারেট সহ দোকানের অনেক মাল নিয়ে যায়।
এদিকে আবারও বাজারে চুরি শুরু হওয়ায় আতংক বিরাজ করছে বাজার ব্যবসায়ীদের মধ্যে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।