সিলেটপোস্ট রিপোর্ট::পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির গ্রোথ দেখে বিনিয়োগ করতে হবে। শেয়ার ব্যবসা কোনো খেলা নয়, এটি বিনিয়োগ কৌশলের ওপর নির্ভর করে। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ক্যাপিটাল মার্কেট এক্সপোতে ‘শেয়ারবাজারে বিনিয়োগের কলাকৌশল’ বিষয়ক আলোচনায় পুঁজিবাজার বিশেষজ্ঞরা এ মতামত ব্যক্ত করেন।
তারা বলেন, যেকোনো কোম্পানিতে বিনিয়োগ করা ঠিক নয়। বিনিয়োগের আগে বিনিয়োগ জ্ঞান থাকাটা জরুরি। উত্তম বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে ওই কোম্পানি আয়-ব্যয় পর্যালোচনা করে থাকেন।
বক্তারা পরামর্শ দেন, একই সঙ্গে কোম্পানি শেয়ার প্রতি মুনাফা, শেয়ার প্রতি সম্পদ, পিই রেশিং, ব্যবসায়ের ধরণ ও প্রকৃতি দেখে নিতে হবে।
অনুষ্ঠানে শার্প সিকিউরিটিজের প্রধান নির্বাহী মেজর গোলাম ওয়াদুদ (অব.) বলেন, ‘আমি ইনভেস্টর না ট্রেডার, সেটা বিনিয়োগের আগেই সিদ্ধান্ত নিতে হবে। এরপর উপার্জনে সব অর্থ বিনিয়োগ নয়। এর একটি অংশ বিনিয়োগ করতে হবে। ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে।’
তিনি বলেন, ‘বিনিয়োগের কিছু গোল্ডেন রুলস আছে, সেগুলো মেনে বিনিয়োগ করতে হবে। মার্কেটে ৩০০ কোম্পানি আছে, সবগুলোতে বিনিয়োগ করা যাবে না। আপনার পুঁজির ওপর নির্ভর করে সর্বোচ্চ ১০ থেকে ২০টি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে।’
অনুষ্ঠানে এজ রাসার্চ অ্যান্ড কনসালটিংয়ের পার্টনার আসিফ খান বলেন, ‘ভুল থেকে শিক্ষা নিতে হবে। বারং বার একই ভুল করলে হবে না। কারণ, আপনি পুঁজি বিনিয়োগ করবেন।’
অনুষ্ঠানের সেশন চেয়ার ডিএসই’র সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, ‘পুঁজিবাজারে ট্রেডারের ভূমিকায় থাকলে স্বল্প পু্ঁজির বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়। বিনিয়োকারীদের মুনাফার একটি টার্গেট নির্ধারণ করে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা উচিত।’