সিলেটপোস্ট রিপোর্ট:: মাধবপুরে ডাকাতের ছুড়িকাঘাতে জিয়া উদ্দিন (৪৫) নামে এক পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়েছেন। আহত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ সদর হাসপাতলের ওটি-তে রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ফাড়ির উপ-পরিদর্শকের (এসআই) দ্বায়িত্ব পালন করছেন।সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ-মাধবপুর সার্কেল) রাজু আহমেদ জানান- সোমবার রাতে উপজেলার ছাতিয়াই এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় তেলিয়াপাড়া ফাড়ির একদল পুলিশ। এ সময় তারা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরাও পুলিশের উপর পাল্টা হামলা চালায়। এ সময় তারা জিয়া উদ্দিনের পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আসপাতালে নিয়ে আসেন।খবর পেয়ে হবিগঞ্জে পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে দেখতে যান।