সিলেটপোস্ট রিপোর্ট:: কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ফিরতি সিরিজে ধর্মশালায় ভারতকে প্রথম ওয়ানডেতেই হারিয়ে দেবে তা কে ভেবেছিল? তাও ১১২ রানে অল আউট করে ৭ উইকেটের জয় লঙ্কানদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থেকে বুধবার মোহালিতে মাঠে নামছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাদের সিরিজ জয়। ভারতের লক্ষ্য প্রথম ম্যাচের পারফরম্যান্স ভুলে সিরিজে ফিরে আসা। দিবা-রাত্রির ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে দু’দলের দ্বৈরথ।
ভারতের ক্রিকেটিয় সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশের অবকাশ নেই। অনেক দিন ধরেই বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ তাদের। এমনকি অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির অনুপস্থিতির পরও। কিন্তু প্রথম ওয়ানডেতে দলটির পারফরম্যান্সে মাত্র বিয়ের পিঁড়িতে বসা কোহলির কপালেও দুশ্চিন্তার ভাঁজ পরার কথা। ২৯ রানে ৭ উইকেট হারানোর পর মহেন্দ্র সিং ধোনির ৬৫ রানের ইনিংসে ১১২ রানে পৌঁছে দলটি। ৪ জন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। তাই দ্বিতীয় ওয়ানডের আগে নতুন অধিনায়ক রোহির শর্মার দুশ্চিন্তা দলটির ব্যাটিং নিয়েই।
প্রথম ম্যাচের পারফরম্যান্সের পর বেশ ফুরফুরে মেজাজেই থাকার কথা শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক থিসারা পেরেরার। বোলাররা আছেন দারুণ ফর্মে। ১০ ওভারের স্পেলে সুরঙ্গা লাকমাল মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট পেয়েছিলেন প্রথম ওয়ানডেতে। ভারতের ব্যাটিং এর মেরুদন্ড মূলত তিনিই ভেঙে দিয়েছেন। দলের বাকি বোলাররাও ভাল করেছেন। প্রথম ওয়ানডেতে তিন উইকেট হারালেও ব্যাটিংটা খারাপ হয়নি। সুতরাং মানসিক ভাবে এগিয়ে থেকেই মোহালিতে মাঠে নামবে শ্রীলঙ্কা।