সিলেটপোস্ট রিপোর্ট:: বদলে গেছে ভাদনগর স্টেশনের পুরনো সেই চায়ের দোকান। এ স্টেশানের সাথেই জড়িয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছেলেবেলার স্মৃতি। এক সময় স্টেশানে বাবার চায়ের দোকানে চা বিক্রি করতেন মোদি। দীর্ঘ চড়াই উতরাই জীবন শেষে সেই চা বিক্রেতা এখন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী প্রধানমন্ত্রী।
এতদিন চায়ের দোকানটি পরিত্যক্ত থাকলেও সংস্কারের মুখ দেখেছে চায়ের দোকানটি। যদিও এর পিছনে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনকে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে বিজিপির জয়ের প্রচারণায় নতুন করে সেজে ওঠছে দোকানটি।
সংস্কারের মাধ্যমে বদলে গেছে ভাদনগরে স্টেশনের পুরো চেহারা। স্টেশানের মূল ভবনটি ডিজাইন করা হয়েছে প্রাসাদের মত। ভিতরে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত অপেক্ষামান কক্ষ। এ ছাড়াও গাড়ী রাখার জন্য করা হয়েছে আলাদা দুইটি পার্কিং।
তবে স্টেশানের সাথে লাগানো একসময়ের এক টিনের চালার সেই জীর্ণ চায়ের দোকানটিই এখন মূল আকর্ষণের জায়গা। আধুনিক সজ্জায় দোকানটিকে কাঁচ ঘেরা দিয়ে রাখা হয়েছে জাদুঘরের মত। পর্যটকদের জন্য সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘এখানে ছোট্ট মোদি চা বিক্রি করতেন’।
আগের মত চা বিক্রি না হলেও ভারতের প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত এ দোকানটি এখন ভাদনগরের পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠবে মনে করছেন স্টেশান কর্তৃপক্ষ।