সংবাদ শিরোনাম
দোয়ারাবাজার সীমান্তে কিশোর গ্যাংয়ের উৎপাত!খাসিয়াদের গুলিতে আহত ১  » «   এইচএসসি সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%  » «   দোয়ারাবাজারে অটোরিকশাচাপায় শিশু শ্রেণির ছাত্রী নিহত  » «   দোয়ারাবাজারে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন অফিসার ইনচার্জ   » «   কুশিয়ারা নদী থেকে লুপাট হচ্ছে কোটি কোটি টাকার বালু! নদীর বাঁধ হুমকির সম্মুখীন  » «   জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত  » «   সিলেটে আন্তঃনগর উপবন এক্সপেসে আগুন  » «   নগরীর টিভি গেইটে নিজ দলরে ক্যাডাররা কুপিয়ে খুন করেছে এক ছাত্রলীগের কর্মীকে  » «   জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  » «   সর্বাত্মক হরতাল সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আহবান  » «   জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৬টি ভারতীয় মহিষ আটক  » «   সিলেট গ্যাস ফিল্ডস লি:’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  » «   দোয়ারাবাজারে বালুবাহী বলগেটের ধাক্কা নৌকার মাঝি নিহত, আটক ২  » «   কানাডার ভিসার জন্য মন্ত্রণালয় ফেইক ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে বলেনি-মন্ত্রী ইমরান আহমদ  » «   নগরীর লালবাজার বনগাঁও হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার  » «  

মাদকাসক্তদের বিনামূল্যে কাউন্সেলিং করাবে এসএমপি

22সিলেটপোস্ট রিপোর্ট:: মাদকাসক্তদের সু-চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাউন্সেলিং সেন্টার গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই সেন্টার থেকে বিনামূল্যে মাদকাসক্তদের কাউন্সেলিং করবেন বিশেষজ্ঞরা। মাদকাসক্তদের পাশাপাশি তাদের অভিভাবকরাও এতে অংশ নিতে পারবেন। একই সাথে মাদকাসক্তদের পুর্নবাসনে চিকিৎসা সহায়তা তহবিলও গঠন করা হচ্ছে। ইতিমধ্যে এই তহবিল গঠনের লক্ষে উপস্থাপিত হয়েছে কর্মকৌশলও।

এসএমপির সদর দপ্তর সূত্র জানায়, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার একান্ত প্রচেষ্ঠায় মাদকাসক্তদের পুর্নবাসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে তহবিল গঠনের জন্য মঙ্গলবার সিলেটের বিশিষ্ট জনদের নিয়ে বৈঠকও করা হয়েছে। ওই বৈঠকে ‘মাদকাসক্তি নিরাময় চিকিৎসা সহায়তা তহবিল’ গঠন নিয়ে বিস্তর আলোচনা হয়। তাতে কর্মকৌশলও উপস্থাপন করা হয়।

এতে উপস্থিত বিশিষ্টজনরা মাদকাসক্তদের মায়া মমতা, ভালবাসা, পারিবারিক বন্ধন সুদৃঢ়করণ ও সু-চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় বক্তব্য উপস্থাপন করেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হাসিন আহমেদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তোফায়েল আহমেদ, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক (অবঃ) বিজিত কুমার দে, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে আলোচনার প্রেক্ষিতে একটি কাউন্সিলিং সেন্টার গঠন করা হয়। গঠিত কাউন্সিলিং সেন্টারে পূর্ব নির্ধারিত সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক/ মনোবিজ্ঞানী/ পুলিশ কর্মকর্তাগণ/ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সেশনে অংশ নিয়ে মাদকাসক্তদের বিনামূল্যে কাউন্সিলিং সেবা প্রদান করবেন। অভিভাবকবৃন্দও উক্ত সেন্টারে সেবা গ্রহণ করতে পারবেন।

সেবা গ্রহীতাদের উপ-পুলিশ কমিশনার(সদর ও প্রশাসন) মোবাইল নং-০১৭১৩-৩৭৪৫০৮ এ যোগাযোগ করে কাউন্সিলিং সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.