কোম্পানীগঞ্জ প্রতিনিধি::কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতি বাড়ি গ্ৰামে জোয়া সংক্রান্ত বিরোধের জের ধরে, দরছ মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এলাকার অন্য জোয়াড়ীদের বিরুদ্ধে।
দরছ মিয়া ডাকাতি বাড়ি গ্ৰামের পশ্চিম পাড়া এলাকার মোনফর আলীর ছেলে । নিহতের পরিবার ও পুলিশ জানায়, এলাকার অন্য জোয়াড়িদের সঙ্গে দরছ মিয়ার টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার (১৫ মার্চ ২০১৯) রাতে দরছ বাড়ির পিছনে কিছু মানুষের জটলা দেখে সেখানে যায় । এ সময় ঝগড়া থেকে বিরত রাখার চেষ্টা করে
এ সময় অন্য জোয়াড়ীদের সঙ্গে আগের টাকা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে অন্য জোয়াড়িরা দরছ কে পিটিয়ে অজ্ঞান করে গলা কেটে ধান ক্ষেতে ফেলে যায়।
পর দিন সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা হাসপাতাল নিহতের লাশ সিলেট এম,এ,জি,উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।