সিলেটপোস্ট ডেস্ক ::যথাযোগ্য মর্যাদা ও নানা অায়োজনে সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সিলেটবাসী। নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেেই নারী-শিশুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ ভিড় করেছেন শহীদ মিনারে।
মঙ্গলবার সকাল ৫টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সকালে সিলেট জেলা স্টেডিয়োমে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।