সিলেটপোস্ট ডেস্ক ::হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য অন্য দোকানগুলো রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মো. আক্তার হুসেনের ডেকোরেটার্স এর দোকানে মোমবাতি জ্বালিয়ে দোকান বন্ধ করে যান। মোমবাতি জ্বলে শেষ হয়ে ঘরে থাকা টেবিলে আগুন ধরে যায়। এ আগুন থেকে পাশে থাকা নাসির মিয়ার মুদি দোকান, দুলাল মিয়া ও ভক্ত গোপ এর দুটি স্টেশনারি ও বাবুল শীলের একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে।