

আনার মিয়া জানান, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ জর্জ অ্যালেক্স পরীক্ষা-নিরীক্ষা করার পর অপারেশন করার কথা বলেন। বিপত্তি বাধে অপারেশনের বিল দেওয়ার সময়। হাসপাতাল থেকে জানানো হয়, অপারেশন করতে ৪ লাখ খরচ হবে। পরে রোগীর অভিভাবকের অর্থ সংকটের কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিছু টাকা ছাড় দেওয়া হয়। সেই ছাড় দিয়েও সাড়ে ৩ লাখ টাকার কমে অপারেশন হবে না বলে জানানো হয়। পরে শিশু রুমীকে নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি।
আনার মিয়ার আরও জানান, ভারতে যাতায়াত করতে এরই মধ্যে তার ৮০ হাজার টাকা খরচ হয়ে গেছে। নতুন করে চার-পাঁচ লাখ টাকা সংগ্রহ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই শিশুর জীবন বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন তিনি। মাত্র ৫ লাখ টাকা হলেই শিশুকে ভারতে নিয়ে চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি।
যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:
আনার মিয়া (বিকাশ নম্বর) : ০১৮৬০৫০০১৫১ ও ০১৯৯৬০৬৪৯৩০
হিসাব নম্বর : ০২০০০১৩২৫০১১০, অগ্রণী ব্যাংক, ছোট বাজার (প্রধান শাখা) ময়মনসিংহ।