
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে দু:সহ শুরু হয় ফেভারিট ভারতের। মাত্র ৩৯ রানেই দলকে বিপদে ঠেলে দিয়ে বিদায় নেন রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। নিশাম ও ট্রেন্ট বোল্টের তান্ডবে ক্রিজে থিতু হতেই পারছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান এসেছে রবিন্দ্র জাদেজার ব্যাট থেকে। এছাড়া পান্ডিয়া করেন ৩০ রান। আর তাতেই মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় শিরোপার অন্যতম দাবিদার ভারত। বোল্ট ৪টি ও নিশাম নিয়েছেন ৩টি উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই মুনরো ও গাপটিল ব্যর্থ হলেও, হাল ধরেন উইলিমসন। নিউজিল্যান্ড অধিনায়কের ব্যাট থেকে আসে ৬৭ রান। এছাড়া টেলর করেছেন ৭১। আর তাতেই মাত্র ৪ উইকেট হারিয়েই ৭৭ বল দূরে থাকতে জয় নিশ্চিত করে ফেলে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১৭৯ (৩৯.২ ওভার) জাদেজা ৫৪, পান্ডিয়া ৩০, কুলদ্বীপ ১৯, কোহলি ১৮, ধোনি ১৭; বোল্ট ৩৩/৪, নিশাম ২৬/৩
নিউজিল্যান্ড ১৮০/৪ (৩৭.১ ওভার) টেলর ৭১, উইলিয়ামসন ৬৭; বুমরাহ ২/১, পান্ডিয়া ২৬/১
ফলাফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।