সিলেটপোস্ট ডেস্ক ::সৌদী আরবে ট্রাক উল্টে বাংলাদেশী মো. আকবর হোসেন (৪৭) নামের এক ড্রাইভার নিহত হয়েছেন। নিহত আকবর হোসেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মহর আলী ডিলারের পুত্র। তিনি ২ পুত্র ও ১ কন্যার জনক।
নিহত আকবর দীর্ঘদিন যাবৎ দুবাইতে ট্রাক চালকের কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।
আকবর হোসেনের পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যা। নিহতের ভাতিজা কুদ্দুছ বলেন, ‘আমার কাকা দুবাই শহরে নিজস্ব ১৬ চাকার ট্রাক ভর্তি কোম্পানির মালামাল নিয়ে শুক্রবার ভোররাতে সৌদী আরবের জেদ্দা শহরে যাচ্ছিলেন। এ সময় মরুভুমিতে ট্রাক উল্টে নিহত হওয়ার খবর পাই। তার সামনের মাসে বাড়িতে আসার কথা ছিল। অন্য এক ড্রাইভারের সঙ্গে ট্রাক বিক্রির কথা চলছিল। এ নিয়ে কেউ তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে পারে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু মনে করতে পারছি না।’
নিহতের মেয়ে শাহনাজ আক্তার বলেন, ‘ওই দিন সকাল সাতটার দিকে আমার বাবা আমার সঙ্গে ও মায়ের সঙ্গে ‘ইমো’তে শেষ কথা বলেছিলেন। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিহত হওয়ার খবর পাই। তার মোবাইলে চেষ্টা করে বন্ধ পাই।’ উৎস: ইত্তেফাক।