
বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কুলু জেলার পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ’ ফিট নিচে পড়ে যায় একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান আরো অনেকে।
স্থানীয় কর্তৃপক্ষ জানান, ৭০ জন যাত্রী নিয়ে বানজার থেকে গাড়াগুসানি যাওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়।
ছাদে অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন হিমাচল সহকারী পুলিশ কমিশনার রিচা ভার্মা।
সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ য়েকজনকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, এক টুইট বার্তায় এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
হতাহতরা সবাই কুলুর বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।