
মোস্তাফা জব্বার বলেন, আগামী অর্থবছরের বাজেটে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়ানো হবে। ২০২০-২০২১ অর্থবছরে এই শুল্ক আরোপ করা হবে।
তিনি আরও বলেন, গত কয়েকমাসে দেশে ২২ হাজার পর্নসাইট বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে দেড় বছর আগে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ। ওই কমিটির তালিকা ও কারিগরি প্রস্তাব পাওয়ার পর পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট বাংলাদেশ থেকে দেখা বন্ধের প্রক্রিয়া শুরু হয়।