
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতিতে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত তরুণীর নাম রিয়া বন্দ্যোপাধ্যায়। তার বয়স ২২ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফোরিত হয় ও এতে আগুন ধরে যায়।
ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়। দুর্ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রিয়া। আগুনে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।
সূত্র: এই সময়।