
২০১৮ সালে অনলাইন ভিডিও ট্রাফিক থেকে ৩০ কোটি টনেরও বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। কোনো ভিডিওর মান যত উন্নত, তত বেশি ডেটা বা তথ্যের সামর্থ্য প্রয়োজন হয়।
‘দ্য শিফট প্রজেক্ট’ সংস্থার গবেষক ও পরিবেশ বিশেষজ্ঞ ম্যাক্সিম এফুই-হেস বলেন, মোবাইল ইন্টারনেটের বদলে ওয়াইফাই থেকে কম কার্বন নির্গত হয়। বড় পর্দায় দেখার চেয়ে ছোট কোনো পর্দায় ভিডিও দেখুন, যাতে করে কম বিদ্যুৎ ব্যবহার হয়। হাই রেজুল্যুশনের বদলে কিছুটা নিম্নমানের ভিডিও দেখার অভ্যেস করলে অনেকটাই মোকাবিলা করা যাবে এই সমস্যা।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন