
ছোট আকারে ভিডিও চ্যাটিং ডিভাইসটি টেলিভিশনের সামনে রাখলেই বড় স্ক্রিনে ভিডিও কল দিতে পারবেন। নভেম্বরেই বাজারে পাওয়া যাবে এই ডিবাইসটি। দাম পড়বে ১২৫৯৩ টাকা (১৪৯ ডলার)।
‘পোর্টাল টিভি’ ছাড়াও সাথে পুনরায় ডিজাইনকৃত একটি ‘পোর্টাল’ ও ‘পোর্টাল মিনি’ নামের আরও দুটি পোর্টাল ডিভাইস আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। ট্যাবলেট কম্পিউটারের আদলে তৈরি ১০ ও ৮ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসগুলো পাওয়া যাবে অক্টোবরে। প্রতিটির দাম পড়বে ১০৯০৩ ও ১৫১২৯ টাকা (১২৯ ও ১৭৯ ডলার)।