লেখক ও কবি মোঃ বশির মিয়া::
অভিরাম একটি মেয়ে এসে
অবিরাম দেখা করে যায়,
আমাকে একটি গান শুনায়
যেটি লেখা ডায়রির পাতায়।
অনেক বড় আশা নিয়ে
তাঁর যে চলে আসা,
আমার সাথে দেখা করবে
এইতো তাঁহার নেশা।
কিছু ভানের ছলে ভাণ করে
যাতে করে পেয়ে যায় ঠাঁই,
যদিও আমি বলেছি তাঁকে
আমার সে সুযোগ হাতে নাই।
মনের সব জোর দিয়ে
জোড় করে নিতে চায়,
কত মিনতি করে চলে
যাতে থাকেনা অবহেলায়।
সকল বাধা দূরে দিয়ে
বাঁধায় আমাকে রাখার জন্য,
উপমা গল্প তৈরী করে
যাতে তাঁকে করে নেই গন্য
নিরাশ হবে বলে তাঁহাকে
নিরাস করিনী কভূ,
কিছু গুনাবলী অন্বেষনে
আমার পিচনে চলে তবু।