জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কোরআনের খেদমতে কাজ করার শপথ নিয়ে তাহ্ফিজুল কোরআন পরিষদ রানীগঞ্জের সামজিক দুরত্ব বজায় রেখে শপথ গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০জুলাই) রানীগঞ্জ বাজারে ফ্রেন্ডস ক্লাবের কার্যালয়ে তাহ্ফিজুল কোরআন পরিষদ রানীগঞ্জের সভাপতি হাফিজ ইউসুফ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজ মাসুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আরশাদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারোয়ার, মারকাজুল কোরআন সিলেট এর শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী, দুবাই প্রবাসী হারুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গন্ধর্ব্বপুর গ্রামের মুরুব্বি সুনু মিয়া। এ সময় তাহফিজুল কোরআন পরিষদ রানীগঞ্জের সহ সভাপতি হাফিজ রুম্মান আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ ইকবাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাঈদ আহমদ, অর্থ সম্পাদক হাফিজ ইমরান জাহান, সহ অর্থ সম্পাদক হাফিজ জাবির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ আইনুল ইসলাম, সহ প্রচার সম্পাদক হাফিজ হাম্মাদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইয়াছিন আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইয়াছিন আহমদ, অফিস সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, সদস্য হাফিজ মাসুম আহমদ, হাফিজ জিহাদ আহমদ, হাফিজ রনি আহমদ উপস্থিত ছিলেন। শপথ গ্রহন করান মারকাজুল কোরআন সিলেট এর শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদি। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।