সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তা মৃত্যু হয়।
ইকবাল হোসেন দক্ষিণ সুরমারা খোজারখলা এলাকার আবুল হোসেনের ছেলে। এছাড়া এ ঘটনায় বাবলা আহমেদ নামে আরো একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাৎক্ষণিক অপারেশন করে ব্যান্ডেজ করা হয় তাকে। এর পরপরই তিনি মারা যান।